গান্ধিজির অহিংসা নীতি সম্পর্কে আলোচনা করো ।

0

৪. গান্ধিজির অহিংসা নীতি সম্পর্কে আলোচনা করো ।

Ans. অহিংসা সম্পর্কে গান্ধিজির ধারণা সামাজিক ও রাষ্ট্রীয় চিন্তাধারায় এক মহান অবদান হিসেবে উল্লেখ করা যেতে পারে । গান্ধিজির ধর্মের প্রতি অবিচল বিশ্বাস ও জীবন প্রণালীর ক্ষেত্রে কঠোর তপস্যা পালনের সঙ্গে অহিংসার ধারণা যুক্ত ।

গান্ধিজির মর্তে, অহিংসা হল জীবনের সমগ্র দর্শন । তিনি যেসব তত্ত্ব দিয়েছেন, তা রাষ্ট্রের তত্ত্ব হোক, সত্যাগ্রহের তত্ত্ব হোক, সর্বোদয়ের তত্ত্ব হোক বা স্বরাজের তত্ত্ব হোক, তার মূল কেন্দ্রীয় বিষয় হল অহিংসা । অহিংসার অর্থ হল চিন্তায়, কথায় ও কাজে কাউকে আঘাত না দেওয়া ।


অহিংসা নীতির মৌলিক বৈশিষ্ট্যসমূহঃ 
  ১. শব্দগতভাবে অহিংসার অর্থ হল অপরকে আঘাত না করা । অর্থাৎ, অপরকে দুঃখ না দেওয়া এবং কারও জীবন না নেওয়াই হল অহিংসা । এটি হল অহিংসার নেতিবাচক অর্থ ।

  ২. অহিংসার আর - একটি বৈশিষ্ট্য হল, খারাপ বা অশুভ থেকে শুধু বিরত থাকাই নয়, অপরের ভালো করা । এর মূল লক্ষ্য হল – বিরোধীকেও ভালোবাসা এবং তাকে হৃদয় দিয়ে জয় করা ।

  ৩. অহিংসা হল আত্মার শক্তি এবং প্রেমের জয়গাথা । অহিংসার অর্থ শত্রুর কাছে হাতজোড় করে পরাজয় স্বীকার করা নয়, এটি নিষ্ক্রিয়তা বা শান্তিবাদ নয় । এটি নেতিবাচক নয় ইতিবাচক, সেই সঙ্গে সক্রিয়, গতিশীল ও সৃজনশীল ।

   ৪. অহিংসা দুর্বলের হাতিয়ার নয়, শক্তিমানের ধর্ম । তরবারি হাতে নেওয়া বা ব্যবহার করার অর্থই হল কাপুরুষতা, আর অহিংসার পথ গ্রহণই বীরত্বের প্রমাণ ।

   ৫. উচ্চ ধরনের হিংসাকে প্রতিরোধ করার উপায় উচ্চতম অহিংসা প্রয়োগ । সেদিক থেকে হিংসার তুলনায় অহিংসা উচ্চতর আদর্শ । কারণ এটি প্রেমের প্রকাশ ।

    ৬. অহিংসা মানুষের বিবেককে জাগিয়ে তোলে, তার মহত্তর আবেগের কাছে আবেদন জানায় ।


সমালোচনা : 
     প্রথমত,
 গান্ধিজির অহিংসা তত্ত্ব এত বেশি আধ্যাত্মিক যে, রাজনীতির ক্ষেত্রে সব সময়ে , ব্যবহার করা সম্ভব নয় । কারণ, রাজনীতিতে কখনো - কখনো হিংসার প্রয়োগ প্রয়োজন হয়ে পড়ে । এটিকে সীমিতভাবেই প্রয়োগ করা সম্ভব ।

     দ্বিতীয়ত,
 অহিংসা তত্ত্ব প্রায় সব দিকেই বিস্তৃত, কিন্তু ঈশ্বর - অবিশ্বাসীদের বা যারা কোনো ধর্মেই বিশ্বাস করে না, তাদের ক্ষেত্রে এই মতবাদ প্রযোজ্য নয় ।

     তৃতীয়ত,
 এই মতবাদের যেমন জাতীয় ক্ষেত্রে তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রয়োগযোগ্যতা নিয়ে সন্দেহ আছে কারণ, বাস্তবের দিকে লক্ষ করলে দেখা যায় আন্তর্জাতিক ক্ষেত্রে রাজনীতি হল যুদ্ধ, প্রতিযোগিতা, শঠতা ক্রুরতা, নীচতা, কূটনীতি ইত্যাদি নানাবিধ কৌশলে পরিপূর্ণ ।



 মূল্যায়ন :-
    উপিরোক্ত সমালোচনা সত্ত্বেও গান্ধিজির অহিংস নীতির গুরুত্বকে অস্বীকার করা যায় না । বিশেষ করে ভারতের মতো দেশে যেখানে এখনও পর্যন্ত প্রাচীন ঐতিহ্য ও আদর্শকে অনুসরণ করা হয়, সেখানে এই নীতি গ্রহণযোগ্য । তাই, অহিংস নীতির মূল্যকে অবজ্ঞা করা যায় না ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Thank you. We will try to come up with more questions for you very soon.

একটি মন্তব্য পোস্ট করুন (0)