6. মার্কসের বিপ্লব সংক্রান্ত তত্ত্বটি আলোচনা করো ।
Ans. সাধারণভাবে বিপ্লবের অর্থ হল, সংগ্রাম ও সংঘর্ষের মধ্য দিয়ে সরকার ও শাসনতন্ত্রের হঠাৎ আমূল পরিবর্তন । মার্কস বলেছেন, বিপ্লব হল ইতিহাসের চালিকাশক্তি । হার্বার্ট আপতেকারের মতে, যে ঐতিহাসিক প্রক্রিয়ার মাধ্যমে সামাজিক পরিবর্তন সাধিত হয় এবং শাসক শ্রেণিকে পদচ্যুত করে শোষিত শ্রেণি ক্ষমতা দখল করে, তাকে বলে বিপ্লব ।
এই বিপ্লবের মাধ্যমে উৎপাদনের উপকরণের ওপর সামাজিক বা রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয় বলে শ্রেণি সম্পর্কের অবসান ঘটে তাই একে সমাজতান্ত্রিক বিপ্লব বলে ।
বিপ্লবী দলের ভূমিকা : কোনো রাজনৈতিক আন্দোলন রাজনৈতিক দল ছাড়া সফল হতে পারে না । সমাজতান্ত্রিক আন্দোলনে শ্রমিক ও সর্বহারার দল কমিউনিস্ট পার্টির ভূমিকা তাই অত্যন্ত তাৎপর্য ও গুরুত্বপূর্ণ ।
লেনিন বিপ্লবী দল কমিউনিস্ট পার্টির ভূমিকা আলোচনা করতে গিয়ে বলেছেন, কমিউনিস্টরা বুর্জোয়া বিপ্লব শেষ করে নির্লিপ্ত থাকে না, তারা যতক্ষণ না সর্বহারা বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যায় । শুধু তাই নয়, সেই বিপ্লবকে রক্ষা করা এবং প্রতিবিপ্লবকে প্রতিরোধ করতে সর্বদা সচেতন থাকে ।
বিপ্লবের পূর্বশর্ত : আকস্মিক আমূল পরিবর্তনকে বিপ্লব বলা হলেও বিপ্লব কিন্তু হঠাৎ হয় না । তারজন্য প্রয়োজন হয় উপযুক্ত পরিবেশ, পরিস্থিতি এবং এক দীর্ঘ প্রস্তুতির । কার্ল মার্কস তাই বলেছেন, শ্রেণিসংগ্রামের শেষ ধাপ হল বিপ্লব । শোষণমূলক সমাজের মধ্যে যে দ্বন্দ্ব বা শ্রেণিবৈরিতা থাকে তা থেকেই জন্ম হয় বিপ্লবের । এ ব্যাপারে লেনিন খুব পরিষ্কারভাবে দুটি পূর্বশর্তের কথা বলেছেন, যথা – বস্তু-গত শর্ত ( Ob jective Condition ), বিষয়ীগত শর্ত ( Subjective Condition ) ।
বস্তুগত শর্ত বলতে দেশ ও মানুষের চরম ভয়ংকর পরিস্থিতিকে বোঝায় । যেমন- দেশের সমস্যাগুলি চরম আকার নেবে, এদিকে শাসক শ্রেণি উৎপাদন ব্যবস্থার পরিবর্তন না করে শোষণ করতে পারবে না, দেশের মানুষের অর্থাৎ শোষিত শ্রেণির দুঃখদুর্দশা ভয়ংকর হবে এবং গণ আন্দোলন প্রসার লাভ করবে ।
বিষয়ীগত শর্ত বলতে বিপ্লবের প্রস্তুতিকে বোঝায় । যেমন, বিপ্লবের জন্য মানুষ কতটা তৈরি হয়েছে, রাজনৈতিক চেতনা, বাধাবিপত্তি অতিক্রম করে বিপ্লব চালিয়ে যাওয়ার মানসিকতা ঐক্যবদ্ধ দলীয় সংগঠন এবং বিপ্লবী যুদ্ধে সামনের সারিতে যে ‘অগ্রণী বাহিনী’ থাকবে তাদের যুদ্ধকৌশল ও রণনীতির ক্ষমতা প্রভৃতি ।
সমালোচনাঃ মার্কসবাদের বিপ্লবের তত্ত্বকে নিয়তিবাদ হিসেবে দেখেছেন অনেক সমালোচক । তা ছাড়া পুঁজিবাদী রাষ্ট্রে সমাজতান্ত্রিক বিপ্লব বাস্তবায়িত হয়নি । এ সত্ত্বেও মার্কসবাদের বিপ্লবের তত্ত্বের বিশেষ গুরুত্ব রয়েছে ।
Thank you. We will try to come up with more questions for you very soon.