বিশ্বায়নের সংজ্ঞা দাও । তৃতীয় বিশ্বের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো ।

I will creat this page became  more templates tryal for preview.
0
☀ বিশ্বায়নের সংজ্ঞা দাও । তৃতীয় বিশ্বের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো ।

সংজ্ঞা –
    সাম্প্রতিক বিশ্বে রাজনীতি, সমাজনীতি , সংস্কৃতি পরিবেশ প্রভৃতি সকল ক্ষেত্রে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ধারণা হল বিশ্বায়ন । বিশ্বায়ন বলতে এক বিশেষ আন্তর্জাতিক প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে চিরাচরিত রাষ্ট্রের ধারণার অবসান ঘটিয়ে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বময় অবাধ আদানপ্রদানের পরিমণ্ডল গড়ে ওঠাই হল বিশ্বায়ন ।

সাধারণভাবে বলা যেতে পারে যে , বিশ্বের এক প্রান্তের মানুষের সঙ্গে অন্য নানা প্রান্তের ( দেশের ) মানুষের অবাধ বাণিজ্যিক , সাংস্কৃতিক , সামাজিক ও রাজনৈতিক যোগাযোগ , পারস্পরিক আদানপ্রদান , বাজার অর্থনীতি প্রভৃতির প্রভাব ও প্রতিক্রিয়াই হল বিশ্বায়ন ।



Ans.
 তৃতীয় বিশ্বের ওপর বিশ্বায়নের প্রভাব :-
         যেহেতু তৃতীয় বিশ্বের অধিকাংশ মানুষই মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত এবং দরিদ্র তাই বিশ্বায়নের প্রভাবে আক্রান্ত হয়েছেন সেই মানুষগুলি । পুঁজিবাদী মানসিকতার পীড়নে নিপীড়িত হচ্ছে তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলি, দরিদ্র সীমার মানুষগুলিও । তা ছাড়া, এ কথাও অস্বীকার করা যায় না যে তৃতীয় বিশ্বের দেশগুলির ওপর বিশ্বায়নের প্রভাব রাষ্ট্রীয় সার্বভৌমিকতাকেও প্রশ্নচিহ্নের সামনে এনে দাঁড় করিয়েছে ।

পরিবেশগত দিক :-
         তৃতীয় বিশ্বের দেশগুলিতে বহুজাতিক সংস্থাগুলির উদ্যোগে প্রতিষ্ঠিত শিল্পগুলিতে ব্যাপক পরিবেশদূষণ ঘটছে । উদাহরণ স্বরূপ জৈব রসায়ন জাতীয় শিল্পে, শ্রমিক - কর্মচারীদের মজুরি হ্রাস প্রভৃতি উল্লেখ করা যায় ।


আর্থনীতিক দিক :-
           আর্থনীতিক ও সাংস্কৃতিক বিশ্বায়নের প্রক্রিয়ায় বাজার ভিত্তিক ক্রিয়াকারীদের ওপর গুরুত্ব আরোপ করা হয় । বাজারে উচ্চ মাত্রায় দ্রব্যাদীর দাম বৃদ্ধির ফলে সাধারন মানুষ ইর্থিক দিক থেকে নিপীড়িত হচ্ছে । এর জন্য দরীদ্র রাষ্ট্রগুলি আরও দরীদ্র সীমার দিকে অগ্রসর হচ্ছে ।


রাজনৈতিক দিক :-
            রাজনৈতিক বিশ্বায়নের ক্ষেত্রে আন্তঃরাষ্ট্রীয় কার্যকলাপের ওপর জোর দেওয়া হয় । সরকার সাধারন মানুষের দৈনন্দিন দ্রব্যাদির উপর উচ্চ হারে দাম নির্ধারন, যার কারনে ধনী ব্যক্তিরা আরও ধনী হয়ে উঠছে । এছাড়াও, সধারন মানুষকে অর্থ দানের জন্য বৈদেশিক রাষ্ট্রের কাছে হাত পাততে হচ্ছে । ফলত ধীরে ধীরে রাষ্ট্রের অর্থনৈতীক ক্ষমতা পররাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়ছে ।


মূল্যায়ন :-
           যে রাজনৈতিক প্রশ্নটি গুরুত্বপূর্ণ তা হল, বিশ্বায়নের ফলে জাতি - রাষ্ট্রগুলির বিনাশ ঘটেছে । রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি না পাওয়ায় রাষ্ট্রগুলির সার্বভৌম ক্ষমতার সংকোচন ঘটেছে । কিন্তু, কার্যত রাষ্ট্রগুলির সার্বভৌম ক্ষমতার বিনাশ ঘটেছে কি না বা বিশ্বায়নের যুগে বিশ্বের রাষ্ট্রগুলি আজ আর সত্যিই সার্বভৌম ক্ষমতার অধিকারী কি না সে প্রশ্নটি বিশেষ গুরুত্বপূর্ণ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Thank you. We will try to come up with more questions for you very soon.

একটি মন্তব্য পোস্ট করুন (0)