আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও । আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো ।

I will creat this page became  more templates tryal for preview.
0
📌 আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও । আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো ।



👉🏼 আধুনিক পৃথিবীতে আন্তর্জাতিক সমাজের রাষ্ট্রগুলিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারস্পারিক সম্পর্ক বজায় রেখে চলতে হয় । কেউ বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকতে পারেনা । রাষ্ট্রগুলির এই পারস্পরিক সম্পর্ককে সাধারণভাবে আন্তর্জাতিক সম্পর্ক বলা হয় ।

        তবে সাধারণভাবে বলা যায় আন্তর্জাতিক সম্পর্ক হল এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পারিক সম্পর্ক ও রাষ্ট্রীয় সংস্থা, আন্তর্জাতিক সংগঠন, যুদ্ধ, অস্ত্র- নিরস্ত্রীকরণ, সংগঠন সহ, আণবিক সন্ত্রাস সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করে ।



পার্থক্য :-
  1. পরিধি কত পার্থক্য :-
                আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার মধ্যে রাজনৈতিক ও অরাজনৈতিক উভয় বিষয়ে যুক্ত থাকে আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রগুলির পারস্পারিক অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক গুলো নিয়ে আলোচনা করে ।

       অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতি হলো আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার একটি অংশবিশেষ এটি মূলত কূটনীতিক এবং বিভিন্ন রাষ্ট্র ও রাজনৈতিক সংগঠন সম্পর্কে আলোচনা করে ।


 2. বিষয় - বস্তুগত পার্থক্য :-
       মর্গেনথাউ -এর "The Politics Among the Nation" গ্রন্থে বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার বিষয়বস্তুতে সার্বভৌম রাষ্ট্র গুলির পারস্পারিক ক্ষমতা সংক্রান্ত বিষয়গুলোর পাশাপাশি রাষ্ট্রগুলির আন্তর্জাতিক, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতা, বন্ধুত্ব ও শত্রুতা এমনকি সমন্বয় সাধনের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে ।

      কিন্তু আন্তর্জাতিক রাজনীতি মূলত বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ক্ষমতাকেন্দ্রিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দিতা, সংঘর্ষ নিয়ে আলোচনা করে ।


 3. দৃষ্টি ভঙ্গিগত পার্থক্য :-
               হস্টির মতে আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা, আন্তর্জাতিক সংগঠন প্রভৃতি বিষয়গুলি ঘনিষ্ট ভাবে যুক্ত ।

        অন্যদিকে, আন্তর্জাতিক রাজনীতি আলোচনায় পররাষ্ট্র সম্পর্কিত আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখা হয় । এখানে মূলত বৃহৎ রাষ্ট্রগুলির ক্ষমতার উপাদান পারস্পারিক সম্পর্ক ও ক্রিয়া কলাপের ওপর জোর দেওয়া হয় ।


  উপসংহার :-
         পরিষেশে বলা যায়, আন্তর্জাতিক রাজনীতির মধ্যে, আন্তর্জাতিক সমাজের যে পরিচয় মেলে তা আংশিক, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক সমকালীন । আন্তর্জাতিক ব্যবস্থা একটি সামগ্রিক পরিচয়কে তুলে ধরতে চায় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Thank you. We will try to come up with more questions for you very soon.

একটি মন্তব্য পোস্ট করুন (0)